১৩ জুলাই ২০২০, ১৪:৫১

প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারে মুসলিম চিকিৎসক ড. হাদির ভূমিকা

  © সংগৃহীত

নভেল করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন আবিষ্কারে বিশেষ ভূমিকা রেখেছেন লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান মুসলিম চিকিৎসক বিজ্ঞানী ড. হাদি ইয়াসিন। জীবাণু বিশেষজ্ঞ ড. হাদি ইয়াসিন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে (এনআইএইচ) কর্মরত।

ড. হাদি ইয়াসিন ২০১৩ সালে হজ পালন করেন এবং তিনি শ্বাসকষ্ট ও কফে আক্রান্ত হন। আমেরিকায় ফিরে আসার পর জানতে পারেন তিনি মার্স ভাইরাসে আক্রান্ত। তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণা করে তিনি ও তাঁর সহকর্মীরা সার্স কোভিড-২ ভাইরাস সম্পর্কে অবগত হয়।

তারপর ৬৪ দিন অবিরাম গবেষণা করার পর তাঁরা একটি ভ্যাকসিন আবিষ্কারে সক্ষম হন। সংক্রমণ ও বৈশিষ্ট্যের দিক থেকে করোনাভাইরাসের সঙ্গে সার্স-কভিড-২-এর বিশেষ মিল রয়েছে। তাই ড. হাদি ইয়াসিন ও তাঁর এনআইএইচের সহকর্মীরা সার্স-কভিড-২-এর অভিজ্ঞতা কাজে লাগান।

 

সূত্র: দ্য ন্যাশনাল