ইরানে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ, হু হু করে বাড়ছে মৃত্যু

  © বিবিসি

ইরানে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড ছুঁয়েছে। এখন দ্বিতীয় দফার সংক্রমন আরও বেঢ়েছে, হু হু করে বাড়ছে নতুন মৃত্যুর সংখ্যা।

যদিও সংক্রমণ কমে আসার প্রবণতা দেখে দেশটি মধ্য এপ্রিলে নানা বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছিল। এখন গত কয়েক সপ্তাহজুড়ে ব্যাপক বেড়েছে সংক্রমণ।

গত মধ্য জুন নাগাদ ইরানে মৃতের সংখ্যা একশ’ ছাড়ায় যা দু মাসের মধ্যে সর্বোচ্চ এবং এরপর থেকে সংখ্যাটা বাড়ছেই। গত ৯ জুলাই একদিনে মারা গেছেন সর্বোচ্চ ২২১ জন।

গত ৪ জুন দেশটিতে করোনা শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৭৪ জনের। এখন এর চেয়ে দিনে অন্তত দুই হাজার করে বেশি মানুষ শনাক্ত হচ্ছেন। এর আগে সর্বোচ্চ ৩ হাজার ১৮৬ জন শনাক্ত হয়েছিলো গত ৩০ মার্চ।

সংক্রমণের প্রাথমিক পর্যায়ে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছিলো। বিবিসি বাংলা।


সর্বশেষ সংবাদ