আফ্রিদি ফাউন্ডেশনের লোগো নিয়ে ইংল্যান্ডে খেলবে পাকিস্তান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০২:৫৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২০, ০২:৫৭ PM
কভিড-১৯ এর প্রভাব পড়েছে পাকিস্তান জাতীয় দলে। ইংল্যান্ডে সিরিজ খেলতে ইতোমধ্যে সে দেশে পা রেখেছে পাকিস্তান। তবে এখনো স্পন্সর পায়নি তারা। স্পন্সর না পেলেও পুরো সিরিজ জুড়েই পাকিস্তানের জার্সিসহ সব জায়গায় দেখা মিলবে জাতীয় দলের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই বিষয়টি জানিয়েছেন। টুইট বার্তায় আফ্রিডি লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি পাকিস্তানের খেলার সরঞ্জামে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো থাকবে। আমরা পিসিবির চ্যারিটি পার্টনার। পিসিবিকে ধন্যবাদ জানাই এবং সফরে ছেলেদের শুভকামনা জানাচ্ছি।’
তবে আফ্রিডি ফাউন্ডেশনের লোগো ব্যবহারের বিনিময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর্থিকভাবে উপকৃত হচ্ছে কিনা সেটি এখনো জানা যায়নি। আফ্রিদির ফাউন্ডেশন দেশটির ক্রিকেট বোর্ডের দাতব্য সহযোগী সংস্থা।