শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে পাকিস্তান
পাকিস্তানের ফেডারেল শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতির উন্নতি হলে সরকারের এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং পর্যায়ক্রমে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘জাতীয় কমান্ড ও অপারেশন সেন্টার (এনসিওসি) বৈঠককালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভপতিত্ব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শিক্ষামন্ত্রী বলেন, তবে দেশে করোনভাইরাস পরিস্থিতিতে আগামী আগস্টের প্রথম এবং তৃতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার ব্যাপারেও এ সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।
দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দুনিয়া নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানে কম ইন্টারনেট কভারেজ অঞ্চলে অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা প্রচুর অসুবিধার মুখোমুখি হয়েছিল।
প্রসঙ্গত, মার্চের শুরু থেকে পাকিস্তান সরকার করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল।