০৯ জুলাই ২০২০, ১৬:১২

পুড়িয়ে দেয়া হলো ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য (ভিডিও)

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান স্লোভানিয়ার সেভনিকা শহরে তার নিজের আদলে তৈরি কাঠের ভাস্কর্যটি পুড়িয়ে দেয়া হয়েছে।

মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি জানান, মার্কিন স্বাধীনতা দিবস অর্থাৎ ৪ জুলাই মেলানিয়া ট্রাম্পের ওই কাঠের ভাস্কর্য পুড়িয়ে ফেলা হয়। ভাস্কর্য পুড়িয়ে দেয়ার পর ৫ তারিখে স্থানীয় পুলিশ সেটিকে সরিয়ে নেয়।

ভাস্কর্যটি তৈরিতে অর্থ দেন মার্কিন শিল্পী এ শিল্পী। এই ঘটনায় একটি মামলাও দায়ের করেছেন তিনি। ডাউনি জানিয়েছেন, অপরাধীকে খুঁজে পেলে তার সাক্ষাতকার নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা হবে।

এদিকে এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্লোভানিয়া পুলিশ। পুলিশের মুখপাত্র আলেঙ্কা ড্রেনিক বলেন, ‘এখনো তদন্ত পুরোপুরি শেষ হয়নি। এর আগে গত জানুয়ারিতে স্লোভানিয়ার মোরাভচে শহরেও ট্রাম্পের আদলে তৈরি একটি ভাস্কর্য পুড়িয়ে ফেলা হয়েছিল’।