সিউলের আকাশে ড্রোন লাইট শো!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ০৩:২৫ PM , আপডেট: ০৮ জুলাই ২০২০, ০৩:২৫ PM
নভেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এখন পর্যন্ত সফল দেশগুলোর একটি দক্ষিণ কোরিয়া। করোনা যুদ্ধে সম্মুখভাগের কর্মীদের ধন্যবাদ জানাতে এবং নাগরিকদেরকে সুরক্ষা ব্যবস্থাগুলো সম্পর্কে সতর্ক করতে এবার ব্যতিক্রমধর্মী ড্রোন লাইট শো’র আয়োজন করেছে দেশটি।
দেশটির নাগরিকদেরকে সতর্ক করতেই রাজধানী সিউলের হান নদীর ওপর শুক্রবার ১০ মিনিটের এই ড্রোন লাইট শো’র আয়োজন করা হয়। নাগরিকদেরকে মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়গুলো এই শো এর মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া হয়।
তিনশ ড্রোনের মাধ্যমে এই লাইট শো’র আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়। সম্মুখভাগের স্বাস্থ্য কর্মীদেরকে ধন্যবাদ দিতেই ব্যতিক্রমী এই আয়োজন।
এদিকে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দফায় করোনাভাইরাস আবারও সক্রিয় হতে পার বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে জনগণের মনোবল বাড়াতে দক্ষিণ কোরিয়ার একটি ব্যতিক্রমী পদক্ষেপ এই ড্রোন লাইট শো।