করোনায় আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা  © ফাইল ফটো

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রী নিজেই টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার হিসেবেও কর্মরত ছিলেন।

টুইটারে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা টেস্টে আমার রেজাল্ট পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শে আমি নিজ ঘরে আইসোলেশনে আছি ও সব সতর্কতা অবলম্বন করেছি’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তার শরীরে করোনারভাইরাসের হালকা উপসর্গ রয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। একইসাথে তার সহকর্মীদের কাজের প্রশংসাও করেছেন তিনি।

জানা গেছে, দেশটিতে করোনাভাইরাসের এই মহামারি সময়ে এতোদিন স্বাস্থ্য ব্যবস্থাপনায় সম্মুখ যোদ্ধা হিসেবে যুদ্ধ করে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা।

প্রসঙ্গত, পাকিস্তানে নতুন করে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৩৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩১ হাজার ৮১৮ ও মৃত্যু চার হাজার ৭৬২।


সর্বশেষ সংবাদ