যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে বেকারত্ব, ৭ দিনে ১৫ লাখ ভাতার আবেদন
মহামারি করোনা ভাইরাসের কবলে বিধ্বস্ত বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ অর্থনীতি দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে সাড়ে ৩৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৮৩ জন। এমন পরিস্থিতিতে চাকরি হারিয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক মানুষ। প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাইনে দাঁড়িয়ে বেকারভাতার জন্য অপেক্ষা করা আবেদনকারীর। গত সপ্তাহেও দেশটিতে ১৫ লাখ মানুষ বেকার ভাতার জন্য সরকারের কাছে আবেদন করেছেন।
এ অবস্থায় পরিস্থিতি সামলানো ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। করোনার কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে যেকোন মূল্যে তা থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের সময় চালু হওয়া ওবামা কেয়ার বাতিলের যে চেষ্টা বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করে যাচ্ছেন তা বন্ধের দাবি জানিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট শিবির থেকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। তার বক্তব্য, ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছি আমরা। ওবামা যে স্বাস্থ্যসেবা চালু করেছিলেন তা না থাকলে কোটি কোটি মানুষ বিপদে পড়বে।
প্রেসিডেন্টের সমালোচনা করে তিনি আরও বলেন, ট্রাম্প অন্যান্য দেশের নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ওপর ভিত্তি করে সম্পর্ক রাখার বিষয়টি বিবেচনা করেন, যুক্তরাষ্ট্রের মৌলিক নীতির সাথে যায় কিনা তা নিয়ে একদমই ভাবেন না।