যুক্তরাষ্ট্রে করোনা আরো ভয়াবহ রূপ নেবে: ফাউসি

  © ফাইল ফটো

চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি হলেও; শুরু থেকেই যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে করোনা। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির নেয়া কোন পদক্ষেপই কভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে পারছে। এর মধ্যেই আরো বড় দুঃসংবাদ দিয়েছেন আমেরিকার শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি।

ডা. অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, বর্তমানে কিছু অঙ্গরাজ্যে করোনাভাইরাসের বিরক্তিকর উত্থান দেখা যাচ্ছে। তবে সামনের দিনগুলোতে এ সংক্রমণ আরও ভয়াবহ রূপ ধারণ করবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে নতুন করে করোনার সংক্রমণ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২০ থেকে ৪০ বছর বয়সীরা। তার পরেই এমন মন্তব্য করলেন ডা. ফাউসি।

ফাউসি বলেন, আমরা কিছুদিন আগেও ২৪ ঘণ্টায় ৩০ হাজার আক্রান্ত হওয়ার চিত্র দেখেছি। যা আমাদের সবার কাছেই খুবই কষ্টদায়ক। তবে আমরা বর্তমানে টেক্সাস, ফ্লোরিডা, আরিজোনাসহ অন্যান্য অঙ্গরাজ্যে করোনার যে ঢেউ দেখছি তা আগামী কয়েক সপ্তাহে ভয়াবহ রূপ ধারণ করবে।

এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২৪ লাখ ২৫ হাজারের মতো মানুষ।


সর্বশেষ সংবাদ