করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে

  © ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য অনুযায়ী করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৫২০ জনে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ৫৩ হাজার ৮০ জন।

কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৮৭৬ জন। আর মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৩৮১ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ১৪২ জন। মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৭৪৮ জনের, সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৫ লাখ ৩০ হাজার মানুষ।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ রাশিয়া। সেখানে ৫ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৫০ জনের। সংক্রমণের সংখ্যায় বিশ্বে চতুর্থ ও এশিয়ায় সবার শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন। আর মারা গেছেন ১২ হাজার ২৩৭ জন।

সংক্রমণের হিসাবে বর্তমানে ১৭তম অবস্থানে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যমতে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন। মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন অন্তত ৪০ হাজার ১৬৪ জন।


সর্বশেষ সংবাদ