চার লাখ নয়, করোনায় মারা গেছেন ৫ লাখ ৭০ হাজার মানুষ!

  © বিবিসি

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে বলে আলোচনা রয়েছে শুরু থেকেই। কিন্তু সেই সংখ্যা কত? আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন চার লাখ ৪০ হাজারের মতো মানুষ। কিন্তু এটাই সঠিক সংখ্যা নয়।

বিবিসি এক প্রতিবেদনে দাবি করেছে, আরও অন্তত আরো এক লাখ ৩০ হাজার মানুষ মারা গেছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে, যা লিপিবদ্ধ হয়নি। সবমিলিয়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ৭০ হাজার। অন্তত ২৭টি দেশের তথ্য যাচাই করে দেখা গেছে, স্বাভাবিক সময়ের চেয়ে এই মহামারিতে সেসব দেশে মৃত্যুর সংখ্যা এবং হার বেশি।

বিশ্বব্যাপী নানা দেশের সরকার যে তথ্য দিচ্ছে তার চেয়ে আসল মৃত্যুর সংখ্যা অনেক বেশি। যুক্তরাজ্যে অন্য বছরের তুলনায় একই সময়ে ৪৩ শতাংশ বেশি মানুষ মারা গেছেন। ৬৪ হাজার ৫০০ মানুষ বেশি মারা গেছেন স্বাভাবিক সময়ের চেয়ে।

স্পেনে ৫০ শতাংশ মানুষ বেশি মারা গেছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে। দেশটিতে প্রায় ৪২ হাজার ৯০০ মানুষ বেশি মারা গেছে। এই পরিসংখ্যান ২ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত। একই সময়ে কোভিড-১৯ সংক্রান্ত রোগে আনুষ্ঠানিক মৃতের সংখ্যা ২৭ হাজার ৭০৯ জন।

পেরুতে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে দুই লাখ ৪০ হাজার ৯০৮ জন। দেশটিতে মারা গেছেন ৭২৫৭ জন। ব্রাজিলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫ হাজার। লাতিন আমেরিকার পেরুতে ৩০ জুন পর্যন্ত লকডাউন থাকবে বলা হয়েছে।

লাতিন আমেরিকাই এখন করোনাভাইরাসের উপকেন্দ্র। যদিও কিছু দেশে কড়াকড়ি কমিয়ে আনা হয়েছে, কিন্তু বৈশ্বিক মহামারি শেষ হতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ আমেরিকায় এখন চল্লিশ লাখের বেশি রোগী আছে। মারা গেছে দুই লাখের মতো। জার্মানিতে হাজারো মানুষকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ