ফের করোনার প্রাদুর্ভাবে লকডাউন বেইজিং

  © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের নতুন সংক্রমণের আশঙ্কায় চীনের রাজধানী বেইজিংয়ের কিছু এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুন করে ৬ জন আক্রান্ত হওয়ার পর আজ শনিবার এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেইজিংয়ে স্থানীয় সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে বেইজিংয়ের নগর কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিংয়ের ফেংতাই জেলার ১১টি আবাসিক এলাকার লোকজনকে বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে। নতুন করে করোনায় যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁদের বেশির ভাগেরই অসুস্থ হওয়ার সঙ্গে স্থানীয় একটি মাংসের বাজারের যোগসূত্র রয়েছে।

তারা বলেন, গত দুই মাসের মধ্যে বেইজিংয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। সংক্রমিত ব্যক্তিরা অনেকে গত সপ্তাহে স্থানীয় সিনফাদি মাংসের বাজারে গিয়েছিলেন। এর মধ্যে বেইজিংয়ের ভেতর বাইরের কারও আসা-যাওয়ার ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, গত বছর উহান শহরে প্রথম রোগটি শনাক্ত হওয়ার পরে কঠোর বিস্তৃত লকডাউনের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ প্রাদুর্ভাবটি বেশির ভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনা হয়েছিল। সংক্রমণের হার কমে যাওয়ায় ওই কঠোর লকডাউন অনেকটাই শিথিল করা হয়েছে।


সর্বশেষ সংবাদ