ভারতে বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ শুরু কাল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ জুন ২০২০, ১১:১০ AM , আপডেট: ০৯ জুন ২০২০, ১১:৩০ AM
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় বহুল আলোচিত রাম মন্দির নির্মাণ শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১০ জুন)। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনাভাইরাস মহামারির মধ্যেই শুরু হচ্ছে এ মন্দির নির্মাণের কাজ।
ভারতীয় সংবাদমাধ্য দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, মন্দির নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ শুরুর জন্য প্রথমে শিবের আরাধনা হবে। এরপর শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ।
আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে শশাঙ্ক শেখর মন্দিরে মহাদেব আরাধনা শুরু হবে। টানা ২ ঘণ্টা এই আরাধনা চলবে। এরপর মন্দির নির্মাণ শুরু করবে এলঅ্যান্ডটি সংস্থা।
উত্তর প্রদেশের অযোধ্যায় ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়। এ নিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিবাদ চলে আসছে দীর্ঘদিন। পরে এ নিয়ে রাম জন্মভূমি ট্রাস্ট এবং সুন্নি ওয়াকিফ বোর্ড সর্বোচ্চ আাদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ২০১৯ সালের নভেম্বরে সেখানে রাম মন্দির তৈরির পক্ষে রায় দেয় ভারতের আাদালত।
এর বদলে মসজিদ তৈরির জন্য অযোধ্যায়ই পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট। এ রায় নিয়েও অসন্তোষ রয়েছে মুসলিমদের মধ্যে। গত এপ্রিলেই রাম মন্দির নির্মাণের ঘোষণা দেয়া হয়েছিল। তবে কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে প্রক্রিয়ায় পেছাতে হয়। দিল্লি নির্বাচনের আগে লোকসভায় ট্রাস্ট গঠনের কথা বলেছিলেন নরেন্দ্র মোদি।
দ্য হিন্দুর প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন।