করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপের দিকে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  © বিবিসি

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে সাত মিলিয়ন বা ৭০ লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এছাড়া চার লাখ ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা কমেছে ইউরোপে। এরপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বব্যাপী খারাপের দিকে যাচ্ছে করোনাভাইরাস।

সংস্থাটির মতে, মহামারির সাথে যুদ্ধে ছয় মাস পার হয়ে গেছে এবং এখনও সাবধানতা থেকে সরে আসার সময় আসেনি। গত ১০ দিনের মধ্যে ৯ দিনই এক লাখের বেশি রোগী ধরা পড়ছে বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস সংক্রমণ থামাতে পাবলিক প্লেসে মাস্ক পরা উচিত।

গত রবিবার যত রোগী ধরা পড়েছে তার মধ্যে ১০টি দেশ থেকেই ৭৫ শতাংশ। এর বেশিরভাগ দেশই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার। বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে দুই হাজার ৭৩৫ জন। সবমিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে।

আর বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৭১ লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার লাখের বেশি। ভারতে এখন শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৬৫৭ জন। মারা গেছেন ছয় হাজার ৬৪৯ জন।


সর্বশেষ সংবাদ