পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

  © প্রতিকী ছবি

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামীকাল সোমবার (২৫ মে) পালিত হবে ঈদুল ফিতর। আজ রবিবার (২৪ মে) সন্ধ্যায় খুলনা ও ফেনীতে চাঁদ দেখা গেছে বলে জানা গেছে।

এর আগে গতকাল শনিবার দেশের কোথাও ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।


সর্বশেষ সংবাদ