২৪ মে ২০২০, ১৮:০৫

এবার বায়তুল মোকাররমে হবে পাঁচটি ঈদ জামাত

  © ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার ঈদের প্রধান জামাত হবে। এছাড়া অন্যান্য মসজিদেও ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের কোন জামাত হবে না।

স্বাস্থ্যবিধি মেনে ঈদের দিন সকাল ৭টায় হবে প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় চারটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতের ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাতের ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। ঈদের দিন সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম ও সর্বশেষ সকাল ১০টা ৪৫ মিনিটের জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।

এবার ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গায় আদায় না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করারও অনুরোধ জানিয়েছে।

একই সঙ্গে মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসা, মসজিদের জায়নামাজ ও টুপি ব্যবহার না করা, কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার কথা বলা হয়েছে। সব মসজিদে করা হবে একাধিক ঈদের জামাত। মসজিদে ঢুকতে থাকছে জীবানুনাশক ব্যবস্থা।

স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনে দেশের মসজিদগুলোতে হবে একাধিক জামাত। এরই মধ্যে দেশের সব মসজিদে পৌঁছে গেছে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা। ইসলামিক ফাউন্ডেশন দশ দফা নিদের্শনা মেনে প্রস্তুতি নিচ্ছে ঈদের জামাতের।

এছাড়াও পুলিশের পক্ষ থেকেও ঈদের জামাত আদায়ে থাকছে ১৪ দফা নির্দেশনা। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মুসল্লিরাও। এদিকে সারা দেশের সব মসজিদকে নিয়ম মানার ব্যাপারে কঠোর নির্দেশনা পৌঁছে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নিয়মের ব্যত্যয় গঠলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তাদের।