চীনে দ্বিতীয় ধাপে করোনা ছড়ানোর আশঙ্কা

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞ ঝং নানশান
দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞ ঝং নানশান

মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে দ্বিতীয় ধাপে ছড়িয়ে পড়ার আশঙ্ক করছেন দেশটির শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ঝং নানশান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চীনের মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, আর সে কারণে এমন আশঙ্কা তৈরি হয়েছে।

গত বছরর শেষের দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এরইমধ্যে ভাইরাসটি প্রাণ কেড়েছে তিন লাখেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ৪৬ লাখের বেশি। উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।

গত এক মাসে সেখানে করোনা আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি। করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে চীনের মানুষ। লকডাউন শিথিল করা হয়েছে এবং কিছু স্কুল ও কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে একেবারেই নিশ্চিন্তে না থাকার পরামর্শ দিয়েছেন ঝং নানশান।

চীনে দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক করেছেন তিনি। গত কয়েক সপ্তাহে চীনে নতুন করে আক্রান্ত বাড়ছে। বিশেষ করে উহান, উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে এবং জিলিনে আক্রান্ত বাড়তে শুরু করেছে।

নানশান বলছেন, এই মুহূর্তে যেসব চীনা নাগরিক কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবেই আক্রান্ত হচ্ছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, ‘আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি। এ মুহূর্তে আমাদের অবস্থা অন্য দেশের তুলনায় ভালো বলে আমি মনে করি না।’


সর্বশেষ সংবাদ