ঈদের জামাত ও হজযাত্রা বাতিল করেছে সিঙ্গাপুর
করোনাভাইরাস পরিস্থিতিতে এ বছরের হজযাত্রা ও ঈদুল ফিতরের জামাত বাতিল করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
শুক্রবার দেশটির ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর বা মুইস এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এক বিবৃতিতে মুইস জানিয়েছে, ঈদের দিন সিঙ্গাপুরের ৭০টি মসজিদই বন্ধ থাকবে। তবে মুসলিমরা নিজ নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঈদের জামায়াতে অংশ নিতে ও খুতবা শুনতে পারবেন। এছাড়া স্থানীয় রেডিও, টেলিভিশন চ্যানেল, মুইসের ফেসবুক পেজে ঈদের জামাত ও খুতবা সরাসরি সম্প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক মন্ত্রী মাসাগোস জুলকিফলি বলেন, ‘এ বছর হজ করতে চাওয়া ৮০ ভাগেরও বেশি সিঙ্গাপুরিয়ান নাগরিকের বয়স ৫০ বছরের বেশি। এই শ্রেণির মানুষেরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে শারীরিক জটিলতা ও মৃত্যুর ঝুঁকি বেশি।
তিনি বলেন, আমরা এ বছরের হজযাত্রা স্থগিত করেছি। এবারের ৯০০ আবেদনকারীর হজ-যাত্রার শিডিউল স্বয়ংক্রিয়ভাবে আগামী বছর নির্ধারিত হবে। [সূত্র: দ্য স্ট্রেইট টাইমস]