লকডাউন ওঠার পর স্কুলে ঢোকার পদ্ধতিই বদলে গেছে (ভিডিও)
মহামারি এ করোনাভাইরাস মানুষের জীবন যাত্রাকে অনেক প্রভাবিত করেছে। বদলে দিয়েছে অনেক কিছু। আরও অনেক হয়তো বদলে দিবে। যেমন চীনের এই স্কুলটিতে আর আগের মতো সরাসরি ঢুকতে পারছে না শিক্ষার্থীরা।
করোনাকাল শেষে লকডাউন ওঠার পর চীনের এ স্কুলে প্রবেশ করতে হলে এখন অন্তত পাঁচটি ধাপে শিক্ষার্থীদের হাত, জামা, জুতো, ব্যাগ জীবাণুমুক্ত করে স্কুলে ঢোকানো হচ্ছে। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
জীবাণুমুক্ত করে স্কুলে ঢোকানোর ভিডিওটি হানঝউয়ের একটি স্কুলের। সেটি ৯ মে টুইটারে পোস্ট করা হয়েছে। এখনই সেটি প্রায় ৭৫ লাখ বার দেখা হয়েছে।
চীনে গত মাসেই লকডাউনের বিধিনিষেধ কমার পর স্কুলও খুলেছে। কিন্তু সেখানে আর আগের মতো পরিস্থিতি নেই। ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের গেটের বাইরেই প্রথমে জীবাণুমুক্ত করার জন্য জুতার নীচেও স্প্রে করা হচ্ছে। তারপর মেইন গেট দিয়ে ঢুকে একে একে হাত, স্কুল-ব্যাগ, জামাকাপড় সব জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এতো কিছুর পরে তবেই স্কুলের মূল বিল্ডিংয়ে ঢুকতে পারছে এসব শিক্ষার্থীরা।
স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, এই সতর্কতা মূলক ব্যবস্থা শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, স্কুলের শিক্ষক-শিক্ষিকা বা কর্মীদের জন্যও। শুধু শিক্ষার্থীদের জীবাণুমুক্ত করে ঢোকানোর পাশাপাশি ক্লাসেও দূরত্ব বজায় রেখে বসানো হচ্ছে। এমনকি বসার ডেস্কের সামনের ও দুই পাশ ঘিরে দেওয়া হচ্ছে ফাইবারের গার্ড দিয়ে। ভিডিওটি দেখুন এখানে