অস্ট্রেলিয়ানদের চেয়ে বাংলাদেশি দর্শকেরা অনেক বেশি ভদ্র: ডু প্লেসি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ মে ২০২০, ০৯:০০ AM , আপডেট: ১৪ মে ২০২০, ০৯:২২ AM
লাইভ আড্ডার শুরু থেকেই বাংলাদেশি দর্শকদের প্রশংসায় ভাসাচ্ছিলেন ফ্যাফ ডু প্লেসি। এক পর্যায়ে প্রসঙ্গক্রমে বলে দিলেন, অস্ট্রেলিয়ার দর্শকদের চেয়ে বাংলাদেশের দর্শকেরা অনেক বেশি ভদ্র।
বুধবার (১৩ মে) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেইসবুক লাইভ আড্ডায় যুক্ত হন সদ্য বেক সাদক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডু প্লেসি।
আড্ডায় ডু প্লেসির টেস্ট অভিষেকের প্রসঙ্গ আসে। ২০১২ সালে অ্যাডিলেডে অজিদের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল ডু প্লেসির। সেদিন মাঠে নামার সময় জুতা খুলে যায় ডু প্লেসির। যখন জুতা পড়ার চেষ্টা করছিলেন, অস্ট্রেলিয়ান দর্শকদের ‘উৎপাতে’ অতিষ্টই হতে হয়েছিল তাকে।
ফেইসবুক লাইভ চলাকালীন টাইগার দলপতি তামিম ইকবাল ডু প্লেসিসকে বলেন, দেখো এবার তোমাকে কথা দিতে হবে যে সামনের বার তুমি আমাদের বিপিএলে খেলতে আসবে। আর আমার দলে খেলবে। তামিমের সরাসরি এমন প্রস্তাবে রাখঢাক রাখলেন না ডু প্লেসিস। জানালেন তিনি বিপিএল খেলতে মুখিয়ে আছেন।
সাবেক এই প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘আমি তোমাকে আগেও বলেছি আমি বিপিএলে খেলতে চাই। আমি জানি না এই বিষয় নিয়ে কথা বলার জন্য এটা সঠিক জায়গা কিনা। তবে আমি বিপিএলে এসে খেলতে চাই। আমি জানি এটা দুর্দান্ত একটি টুর্নামেন্ট।’
বিপিএল সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তামিম বলেন, বিপিএল দুর্দান্ত একটি টুর্নামেন্ট। আমাদের এখানে অনেক দর্শক হয়। আর স্টেডিয়াম ভরপুর থাকে। তামিম জিজ্ঞাসা করেন ডু প্লেসিস বিপিএল টিভিতে দেখে কিনা। জবাবে ডু প্লেসিস বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকায় বিপিএল দেখতে পারিনা কিন্তু আমি ক্রিকইনফো থেকে বিপিএল এর খবর রাখি।
কেবল বিপিএলের দর্শকের কথাই বলেননি ডু প্লেসিস। সেই সঙ্গে গোটা বাংলাদেশের সমর্থকদের কথাও বলেছেন এই প্রোটিয়া। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার উচিৎ বাংলাদেশ আর ভারতের সঙ্গে খেলা উচিৎ দর্শকছাড়া। তোমাদের দর্শক দুর্দান্ত, ওরা অনেক আবেগি। বাংলাদেশের দর্শক অস্ট্রেলিয়ার সমর্থকদের থেকে অনেক ভালো। আর সমর্থকদের জন্যই তোমরা অনেক এগিয়ে থাকো।
দেখুন ভিডিও...
Copy