১০ মে ২০২০, ২২:২১

সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ

  © হিন্দুস্তান টাইমস

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই সীমান্তে সংঘাতে জড়াল ভারত-চীন। নাম গোপন রাখার শর্তে ভারতীয় সেনাবাহিনীর দুই উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, উত্তর সিকিমে সীমান্তে দু’দেশের সেনার মধ্যে উত্তেজনার পারদ চরমে ওঠে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

এক কর্মকর্তা জানিয়েছেন, নাকু লা সেক্টরের কাছে দু’দেশের সেনা সংঘাতে জড়ায়। সে এলাকার উচ্চতা পাঁচ হাজার মিটারেরও বেশি। ঘুষি, হাতাহাতিতে আহত হন দু’পক্ষেরই কয়েকজন জওয়ান। দ্বিতীয় কর্মকর্তা বলেন, ‘প্রায় ১৫০ জওয়ানের মধ্যে সংঘাতের সময় চার ভারতীয় জওয়ান এবং সাত চিনা জওয়ান আহত হয়েছেন।’

ওই কর্মকর্তা জানান, স্থানীয় স্তরের গোলমাল মিটিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সেনা সদর দফতরের দুই কর্মকর্তা সঙ্গে কথা হয়েছে হিন্দুস্তান টাইমস’র। তাঁরা অবশ্য এরকম সংঘাতের কথা অস্বীকার করেছেন। প্রাক্তন এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নাকু লা এলাকা ঐতিহাসিকভাবে সংঘাত প্রবণ নয়।

তবে সীমান্তে দু’দেশের সেনার মধ্যে সংঘাত নতুন কিছু নয়। ২০১৭ সালের অগস্টে লাদাখে প্যাংগং লেকে সংঘর্ঘে জড়িয়েছিল দু’দেশের সেনা। একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছিলেন। জড়িয়েছিলেন হাতাহাতিতে।

সেই সময়ে এমনিতেই ডোকলাম নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। সীমান্তে সেনার হাতাহাতির ঘটনা সেই উত্তেজনার মাত্রা বহু গুণে বাড়িয়ে দিয়েছিল। খবর: হিন্দুস্তান টাইমস।