১০ মে ২০২০, ১৬:৫০

যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্নভঙ্গ হচ্ছে অনেকের, এইচওয়ানবি ভিসা নিষিদ্ধের উদ্যোগ

  © এনডিটিভি

করোনাভাইরাস ভয়ঙ্করভাবে থাবা বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেদেশে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশটিতে বাড়ছে বেকারত্ব। আর এই সময়েই আরও কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

জানা গেছে, সেখানে এইচওয়ানবি ভিসাকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা বিবেচনা করা হচ্ছে। ফলে সংকটের মধ্যে রয়েছেন সেদেশে কর্মরত চীন ও ভারতীয় আইটি প্রফেশনালসহ অন্যান্যরা, তারা ওই ভিসার মাধ্য়মেই সেখানে কাজ করছেন। একই অবস্থা সেখানে বিভিন্ন দেশ থেকে যাওয়া শিক্ষার্থীদেরও।

এইচওয়ানবি ভিসা হল এমন একটি ভিসা, যা মার্কিন সংস্থায় তাত্ত্বিক বা প্রযুক্তিগত দক্ষতার বিভিন্ন পেশায় ভারত ও চিনের মতো দেশ থেকে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেয়। একটি পরিসংখ্যান বলছে, এইচওয়ানবি স্ট্যাটাসে আমেরিকায় এখন পাঁচ লাখেরও বেশি প্রবাসী কর্মরত রয়েছেন। খবর: এনডিটিভি।

আমেরিকার আইনানুসারে, অনভিবাসী ওই ভিসায় সেই দেশে স্থায়ীভাবে থাকা ও কাজ করা যায় না। সাধারণভাবে নন ইমিগ্রান্টদের নির্দিষ্ট সময়সীমা পেরোবার আগে ভিসার মেয়াদ বৃদ্ধি না হলে আমেরিকা ছাড়তে হয়।

ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন পরামর্শদাতারা এই মাসেই এইচ ওয়ান বি ভিসা নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন। করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় গত দুই মাসে তিন কোটি ৩০ লাখের বেশি মার্কিনি চাকরি হারিয়েছেন, বর্তমানে মার্কিন অর্থনীতি এক জায়গায় থমকে রয়েছে।

আইএমএফ এবং বিশ্বব্যাংক আমেরিকার নেতিবাচক প্রবৃদ্ধির হারের ইঙ্গিত দিয়েছে, ফলে সবদিক দিয়ে সঙ্কটে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার আমেরিকায় মাসিক কর্ম পরিস্থিতির যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এপ্রিল মাসে বেকারত্বের হার বেড়ে ১৪.৭ শতাংশে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান দফতরের মতে, সাম্প্রতিককালে এত বেকার কখনো দেখা যায়নি। ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যাবে এই পরিসংখ্য়ান একমাত্র ১৯৪৮ সালের জানুয়ারি মাসে ছিল।