খাবারের বস্তা কাঁধে টেনে গরিবদের পাশে আফ্রিদি (ভিডিও)
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ মে ২০২০, ০৯:১১ PM , আপডেট: ০৯ মে ২০২০, ০৯:১১ PM
করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছেন পাকিস্তানের খেটে খাওয়া মানুষেরা। দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তানের বেলুচিস্তানের মানুষেরা সবচেয়ে কষ্টের মধ্যে রয়েছেন। আর এই এলাকার মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ খান আফ্রিদি।
শুধু পাশে দাঁড়ানোেই নয়- অসহায় মানুষগুলোর জন্য নিজে কাঁধে করে খাবারের বস্তা নিয়ে গেছেন। পৌঁছে দিয়েছেন অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে। আর এটি নিয়ে আফ্রিদিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
সম্প্রতি বেলুচিস্তানে আফ্রিদির বস্তা কাঁধে করে নিয়ে যাওয়া একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন সাজ সাদি নামে এক গণমাধ্যমকর্মী। ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ‘কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছিলেন “অন্যের সেবা করে এই পৃথিবীতে নিজের থাকার ভাড়া মেটাতে হয়।” মানবতার জন্য আফ্রিদির কাজের ভিডিও।’
ভিডিওতে দেখা গেছে, বেলুচিস্তানের লাসবেলা জেলার প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন আফ্রিদি। খাবারের বস্তা একাই টেনে তাদের মাঝে পৌঁছে ডাক দিতেই ছুটে আসে শিশুরা, বড়রা।