০৯ মে ২০২০, ১৭:১৮

তিন ওষুধ একসঙ্গে নিয়ে সাত দিনেই করোনা নেগেটিভ!

  © ফাইল ফটো

করোনভাইরাসের সংক্রমণে মৃদু বা হালকা অসুস্থতায় রোগীরা লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে যদি তিনটি ওষুধের অ্যান্টিভাইরাল ককটেল দিয়ে চিকিৎসা করা যায়, তবে তাঁরা দ্রুত সেরে ওঠেন। এমনটাই দাবি হংকংয়ের গবেষকদের।

শুক্রবার ‘ল্যানসেট’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাবিষয়ক নিবন্ধের লেখকরা এ ফলাফলকে ‘প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।

তিনটি ওষুধের প্রথম ওষুধটি এইচ আইভি এইডসের ওষুধ যা লোপিনাভির ও রিটোনাভির মিলে তৈরি হয়েছে। দ্বিতীয়টি হেপাটাইটিস বি এবং তৃতীয় ওষুধটি ব্রেইন স্পাইনাল কার্ডের অসুখের। এই তিনটি ওষুধ একসাথে গ্রহণ করলে মাত্র সাতদিনে করোনা নেগেটিভ আসবে।

গবেষণার নেতৃত্বদানকারী হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোভাক-ইয়ুং ইউয়েন বলেন, আমাদের পরীক্ষাটিতে দেখা গেছে, তিনটি অ্যান্টিভাইরাল ওষুধের সংমিশ্রণে তৈরি কম্বোতে হালকা থেকে মাঝারি কোভিড-১৯ রোগীর প্রাথমিক চিকিৎসায় শরীরে ভাইরাসের পরিমাণ দ্রুত দমন হতে পারে।

ওষুধ তিনটির ট্রায়ালের সময় হাসপাতালে রোগীদের ভেন্টিলেটর সাপোর্ট, ডায়ালসিস সাপোর্ট সহ সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।