০৮ মে ২০২০, ০৯:৫১

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭৬ হাজার ছাড়াল

  © ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সবচেয়ে বিপরযস্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (৮ মে) সকাল ১১টা পর্যন্ত আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন পর্যন্ত ৭৬ হাজার ৯২৮ জন। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন।

তবে যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ২৫০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি একশ’ জনের ৬ জন মারা গেছে, যা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হারের চেয়ে বেশি।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৭২০ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৯ লাখ ১৭ হাজার ৬৬৭ জনের শরীরে। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ৪৪ হাজার ১৬৬ জন।