সর্বোচ্চ আক্রান্তের দিনেই লকডাউন তোলার ঘোষণা ইমরান খানের

  © ফাইল ফটো

করোনাভাইরাস ঠেকাতে আরোপ করা লকডাউন শনিবার থেকেই উঠিয়ে নিতে শুরু করবে পাকিস্তান। বৃহস্পতিবার (৭ মে) দেশটিতে মহামারীতে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ঘোষণার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী ইমরান খান এমন তথ্য দিয়েছেন।

জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এই ভাষণে পাক প্রধানমন্ত্রী বলেন, লকডাউন প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়ার কারণ হলো- দেশের বিপুল সংখ্যক দারিদ্র জনগোষ্ঠী এবং দিনমজুর লকডাউনের কারণে তাদের জীবন-জীবিকা নির্বাহ করতে পারছেন না।

ইমরান খান বলেন, আমরা লকডাউন শুরু করার পর আশঙ্কা করেছিলাম যে দিন আনে দিন খাওয়া লোকজনের কী হবে। কারণ তাদের উপার্জনের উপরেই তাদের শিশুদের খাবার-দাবার নির্ভর করছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে লকডাউন উঠিয়ে নেয়া হবে। কাজেই লোকজন সতর্কতা অবলম্বন না করলে রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সরকার শুরু থেকে যেভাবে করোনা মোকাবেলা করছে, বিজ্ঞানী ও চিকিৎসকরা তার সমালোচনা করে আসছেন।


সর্বশেষ সংবাদ