০৭ মে ২০২০, ১৬:৪৪

ঝড়ের মধ্যে হঠাৎ লাল হয়ে গেল আকাশ, ভিডিও ভাইরাল (ভিডিও)

  © এনডিটিভি

শহর ছেয়ে ফেলছে প্রবল বালিঝড়! আকাশ জুড়ে নেমে আসছে হলুদ বালির আতঙ্ক। এমনই ভয়াবহ বালিঝড়ের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার এমনই বালিঝড়ের সাক্ষী থেকেছেন পশ্চিম আফ্রিকার নিগার দেশের রাজধানী নিয়ামির মানুষ।

কোনও কোনও ছবিতে ঝড়ের আকাশকে দেখিয়েছে টকটকে লাল। কেউ কেউ একে ‘প্রলয়ের আকাশ’ বলেও অভিহিত করেছেন। বছরের এই সময়ে পশ্চিম আফ্রিকার এই দেশে বালিঝড় অবশ্য খুবই সাধারণ ব্যাপার।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত জানুয়ারি থেকে শুরু হয়ে মোটামুটি এপ্রিল পর্যন্ত এমন ঝড় এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার। আসলে ঝড়বৃষ্টির সময়ে বিপুল পরিমাণে ধুলো বাতাসে মিশে গেলে এই ধরনের বালিঝড় তৈরি হয়।

একটি ভিডিওয় দেখা যাচ্ছে নিয়ামির উপরে বালির ‘দেওয়াল’! ধীরে ধীরে যেন শহরটাকে গ্রাস করে ফেলাই লক্ষ্য তাদের। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘নিয়ামিতে বালিঝড়...’

সোমবার পোস্ট করা ভিডিওটি এখনও পর্যন্ত দেখা হয়েছে দেড় লাখ বারেরও বেশি। অনেকেই নানা কমেন্টও করেছেন। কোনও কোনও নেটিজেন রীতিমতো আতঙ্ক প্রকাশ করেছেন, ওই ভিডিও দেখে।

আর এক জন টুইটারে শেয়ার করেছেন নিয়ামির আকাশের এই আশ্চর্য ছবিগুলি। অন্য এক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, তিনি কখনও এই ধরণের বালিঝড় প্রত্যক্ষ করেননি। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশ লাল বর্ণ ধারণ করেছে।

জানা গেছে, ওই ঝড় কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। সেই সময় ওখানে বিমান চলাচল বন্ধ রাখা হয়।