অনলাইন জনপ্রিয়তায় তামিমের লাইভ

সারাদেশে করোনা পরিস্থিতিতে যখন লকডাউন তখন ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক বিনোদন উপহার দিয়ে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিজ সোশ্যাল সাইটে সতীর্থদের সঙ্গে লাইভ অনলাইন আড্ডায় মাতছেন তিনি। বিশেষ করে তামিম ইকবালের মজাদার উপস্থাপনা, নানা হাস্যরসাত্মক ঘটনা স্মৃতিচারণ করা এবং সিরিয়াস কিছু বিষয়ে আলোচনা দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন।

তাঁর এই লাইভ শোতে সাবলীল উপস্থাপনা করে মাতিয়ে দিচ্ছেন সবাইকে। তাদের আলোচনায় উঠে আসছে ক্রিকেটের নানা মজাদার ঘটনা, তেমনই উঠে আসছে বিভিন্ন অজানা গুরুত্বপূর্ণ ঘটনা।

এর আগে জাতীয় দলে তার প্রিয় বন্ধু মুশফিকুর রহিমকে দিয়ে লাইভ শুরু করেন তামিম। প্রথম শো রীতিমতো জনপ্রিয় হয়ে যায় দুই বন্ধুর প্রাণবন্ত আলোচনায়। সেদিনই মুশফিক বলেছিলেন 'আমাদের বিন মুর্তজাকে (মাশরাফি) আনিস'। মুশফিকের পর লাইভে আসেন মাহমুদউল্লাহ। চুপচাপ এই মানুষটিও তামিমের সঙ্গে জমিয়ে আড্ডা দেন। তামিমের শোতে তৃতীয় ব্যক্তি হিসেবে আসেন সাবেক অধিনায়ক মাশরাফি।

এরই মধ্যে জনপ্রিয়তা হয়েছেন এবং বলেছেন, ক্রিকেট ফেরার আগ পর্যন্ত তামিম এই শো চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আগামী পরশু ৮ মে রাত দশটায় তামিমের শোতে আসছেন দুই পেস তারকা রুবেল হোসেন আর তাসকিন আহমেদ। তামিম ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে, ওই শো নাকি বেশ মারকাটারি হবে। রুবেল-তাসকিন নাকি তুমুল ঝগড়া শুরু করতে পারেন।

এরপর লিটন-সৌম্যকে একসঙ্গে আনা হবে- কারণ এই দুজনেই কথা কম বলেন। এর মাঝে দেশের সাবেক তিনজন ক্রিকেটারকে এনে তাদের পুরনো দিনের অভিজ্ঞতা শোনার ঘোষণাও দিয়েছেন তামিম।


সর্বশেষ সংবাদ