০৫ মে ২০২০, ১৬:৫৭

করোনা: মাস্ক পরতে বলায় গার্ডকে গুলি করে হত্যা!

নিহত নিরাপত্তা কর্মী  © বিবিসি

যুক্তরাষ্ট্রে এক নারী, তার স্বামী ও সন্তানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা একটি দোকানের নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করেছেন। সেই নিরাপত্তা কর্মী ওই পরিবারের মেয়েকে মাস্ক ছাড়া একটি দোকানে ঢুকতে না দেয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ঘটনায় জড়িত একজনকে গ্র্রেফতার করা হয়েছে। তবে ওই মেয়েকে অভিযুক্ত করা হয়নি।

খবরে বলা হয়েছে, প্রথমে ওই দম্পতির মেয়ে দোকানে প্রবেশ করতে চাইলে গার্ড তাকে মাস্ক পরে আসতে বলে। এরপর তাকে পেছন দিয়ে গুলি করা হয়। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগানে। ওই রাজ্যে করোনাভাইরাস বড় পরিসরে ছড়িয়ে পড়েছে।

সারা বিশ্বে এখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৬ লাখের বেশি। সব মিলিয়ে বিশ্বে এখন পর্যন্ত দুই লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৬৯ হাজার মানুষ।