০৫ মে ২০২০, ১৫:০৯

যুক্তরাষ্ট্রে জুনে দৈনিক মারা যাবে ৩ হাজার মানুষ!

  © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে আগামী জুন মাস পরযন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন তিন হাজার মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ এক গোপন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার নিউইয়র্ক টাইমস এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুন নাগাদ আমেরিকায় প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হতে পারে। আর দৈনিক করোনায় আক্রান্ত হতে পারে দুই লাখ মানুষ।

নিউইয়র্ক টাইমস জানায়, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি মে মাসের শেষের দিকে প্রতিদিন করোনায় প্রায় দুই লাখ আমেরিকানের নতুন আক্রান্ত হওয়ার পূর্বাভাস দিয়েছে। যেখানে বর্তমানে প্রতিদিন প্রায় ২৫ হাজার মানুষ নতুন আক্রান্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ১ হাজার ৭৫০ জন মারা যাচ্ছে। দেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার এই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, লকডাউনের শিথিলের প্রক্রিয়া এভাবে চলতে থাকলে প্রতিদিন দুই লাখ মানুষ আক্রান্ত হতে পারে। বর্তমানে দেশটিতে দৈনিক ২৫ হাজার মানুষ সংক্রমিত হচ্ছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি) জানিয়েছে, অর্থনীতি পুরোপুরি খুলে দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯২১ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১২ হাজার ৮৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭১৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৮৮ হাজার ২৭ জন।