আফগানিস্তানেরও নিচে নেমে গেল বাংলাদেশ দল

  © সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের কারণে এরই মধ্যে বন্ধ রয়েছে সব ধরবনের খেলা। ক্রিকেটও তার বাইরে নয়। তাই গত দেড় মাস ধরে ২২ গজে গড়াচ্ছে না ক্রিকেট বল। তবুও বছরের প্রথম ৪ মাস শেষে দলীয় র‍্যাঙ্কিং হালনাগাদ করলো আইসিসি। যেখানে বাংলাদেশের জন্য এসেছে দুঃসংবাদ হয়ে। রেটিংয়ে পিছিয়ে থেকে আফগানদেরও নিচের অবস্থানে চলে গেল বাংলাদেশ।

ওয়ানডে, টি-টোয়েন্টি যেমন তেমন, টেস্ট ফরম্যাটে কখনওই খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের টেস্ট ইতিহাসের শুরু থেকে এখনও পর্যন্ত এই ফরম্যাটে ধুঁকছে টাইগাররা। যার ছাপ মেলে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও। বর্তমানে আফগান দলের রেটিং ৫৭ এবং বাংলাদেশ দলের ৫৫।

২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখনও পর্যন্ত মাত্র ৪টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জিতেছে দুইটিতে। একটি আবার বাংলাদেশের বিপক্ষেই। এ দুই জয়ের কল্যাণেই তারা পেয়ে গেছে ৫৭ রেটিং পয়েন্ট। অন্যদিকে প্রায় ২০ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৫৫, অবস্থান নবম। সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতেও র‍্যাংকিং বা রেটিংয়ে কোন উন্নতি হয়নি বাংলাদেশ দলের।


সর্বশেষ সংবাদ