সামাজিক দূরত্ব বজায় রেখে মক্কায় তারাবিহ

  © সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে পবিত্র মক্কা ও মদিনা বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। মসজিদ-আল-হারাম বন্ধ থাকলেও অবশেষে তাতে তারাবিহ পড়তে দেওয়া হয়। বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) মসজিদ-আল-হারামে তারাবিহ আদায়ের একটি ভিডিও প্রকাশ করে আরব নিউজ।

ক্যাপশনে বলা হয়, মক্কার সবচেয়ে বড় মসজিদ থেকে সরাসরি এশা ও তারাবিহ আদায় দেখুন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছর মক্কা খালি রয়েছে।

ভিডিওতে দেখা যায়, এশার নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে মসজিদ-আল-হারামে। এরপর এশার নামাজের পর শুরু হয় তারাবিহ। পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজে অংশ নেন মুসুল্লিরা।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য মসজিদ-আল-হারাম ও মসজিদ-আল-নববি বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। প্রায় এক মাস ১০ দিন পর আবারও মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করলেন। তবে তা ছিলো একেবারেই সীমিত আকার।

এর আগে মক্কা ও মদিনায় সীমিত আকারে তারাবিহ আদায়ের অনুমতি দিয়েছিলেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এ জন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়।

 


সর্বশেষ সংবাদ