৩০ এপ্রিল ২০২০, ১৯:১১

করোনা মোকাবেলায় বাংলাদেশকে দশ কোটি ডলার দিচ্ছে এডিবি

  © ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে দশ কোটি ডলার দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, নভেল করোনাভাইরাস মহামারি মোকাবেলায় বাংলাদেশের জরুরি জনস্বাস্থ্য চাহিদা মেটাতে তারা দশ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন করেছে।

‘আর্থসামাজিক খাতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য ধরে রাখতে এই কোভিড মহামারির দু:সময়ে এডিবি দেশটির পাশে রয়েছে,’ জানিয়েছেন এডিবির ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেন।

‘এই প্রকল্পের মাধ্যমে কোভিড নাইনটিন মোকাবেলায় বাংলাদেশ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম, চিকিৎসা সরবরাহ, ডায়গনস্টিক বা পরীক্ষা সরঞ্জাম এবং স্বাস্থ্যখাতের কর্মীদের জন্য উন্নত ব্যবস্থা দিতে অর্থ ব্যয় করতে পারবে,’ তিনি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

কোভিড নাইনটিন রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট নামে এই প্রকল্পের অধীনে বাংলাদেশ পরীক্ষার জন্য অবিলম্বে সরঞ্জাম কিনতে পারবে। চিকিৎসা খাতের কাঠামো উন্নত করতে পারবে এবং রোগ বিস্তারের ওপর নজর রাখা, তা ছড়ানো বন্ধে ব্যবস্থা গ্রহণ ও রোগ প্রতিরোধ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে পারবে।

বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসের জন্য নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি। দেশে মোট মারা গেছেন ১৬৩ জন। এছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত মোট সাত হাজার ১০৩ জন শনাক্ত হয়েছে করোনায় আক্রান্ত হিসেবে।