ভারতে আগস্টে খুলবে সব কলেজ, জানাল ইউজিসি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১০:১৪ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০২০, ১০:১৪ PM
ভারতের সমস্ত কলেজ খুলবে আগামী আগস্ট মাসে। আর নতুন ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে। আজ বুধবার (২৯ এপ্রিল) একথা জানাল ইউজিসি। গত মাস থেকেই করোনা সঙ্কটের জেরে বন্ধ রয়েছে দেশের সমস্ত স্কুল ও কলেজ।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কোভিড-১৯ ও তার জেরে দেশব্যাপী লকডাউনের পরিস্থিতিতে পরীক্ষা ও শিক্ষাবর্ষ সংক্রান্ত গাইডলাইন নিয়ে কথা বলার সময় এদিন কমিশন জানিয়ে দেয়, ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা হবে জুলাই মাসে।
ইউজিসির পক্ষ থেকে জানানো হয়, ‘ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের বর্তমান ও বিগত সেমিস্টারের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। কোভিড-১৯ যে সব রাজ্যে স্বাভাবিক হবে সেখানে জুলাই মাসে পরীক্ষা নেওয়া হবে। চূড়াস্ত সেমেস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে জুলাইতে।’
ইউজিসির তরফে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলি সপ্তাহের ছ’দিনের হিসেবে লকডাউন পর্বে কর্মী ও শিক্ষার্থীদের ভ্রমণ ও থাকার ইতিহাস খতিয়ে দেখবে। ছ’মাসের সময়সীমা বাড়ানো হয়েছে এমফিল, পিইচডি শিক্ষার্থীদের।
কমিশন জানিয়েছে, এই গাইডলাইন একটি পরামর্শ। এরপর বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের পরিকল্পনা করবে কোভিড-১৯ মহামারীর এই পরিস্থিতিতে।