২৮ এপ্রিল ২০২০, ২১:১৮

করোনা সংক্রমণে চীন ও ইরানকে ছাড়িয়ে গেল রাশিয়া

  © বিবিসি

সরকারি হিসেবে রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণের ঘটনা চীন ও ইরানে আক্রান্ত ব্যক্তির সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার রুশ সরকার জানিয়েছে গত একদিনে ছয় ৪১১ জন আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ হাজার ৫৫৮। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী মস্কোতে।

রাশিয়াতে করোনাভাইরাসে এখনও পর্যন্ত মারা গেছে ৮৬৭ জন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ইরানে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৫৮৪ এবং চীনে ৮৩ হাজার ৯৩৮ জন।

অবশ্য অনেক স্বাস্থ্য কর্মকর্তা সরকারি এই পরিসংখ্যান বিশ্বাস করেন না। তারা তাদের ৭২ জন সহকর্মীর নামের একটি তালিকা প্রকাশ করে বলছেন যে তারা সবাই করোনাভাইরাসে মারা গেছেন।

সরকারবিরোধী একটি ওয়েবসাইট ওপেন মিডিয়া বলছে, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী না থাকায় মস্কোর একটি হাসপাতাল থেকে বহু নার্স চলে গেছেন। কর্তৃপক্ষ অবশ্য এই খবর অস্বীকার করেছে। খবর: বিবিসি বাংলা।