কিম জং উন কেমন আছেন আমি জানি : ডোনাল্ড ট্রাম্প
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৫:৩৪ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২০, ০৫:৩৪ PM
উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে বর্তমানে বিশ্বের জল্পনার শেষ নেই। কেউ দাবি করছে, কিম মারা গেছেন। কেউ বলছে, কিম ভালো আছেন, সুস্থ আছেন। দক্ষিণ কোরিয়া অবশ্য দাবি করেছে, কিম জং উন ভালোই আছেন। এমন জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন কিমের শারীরিক অবস্থার খবর। ডোনাল্ড ট্রাম্পের দাবি, তিনি জানেন কিম জং উন কেমন আছেন।
গত ২৭ এপ্রিল হোয়াইট হাউসে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে কিম জং উনকে এক সাংবাদিক প্রশ্ন করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কিম জং উন কী অবস্থায় আছেন এ নিয়ে আমার ভালো ধারণা আছে। আমি আশা করি, তিনি ভালো আছেন। ট্রাম্প আরও বলেন, নিকট ভবিষ্যতে সাংবাদিকেরাও কিম জং উনের অবস্থা সম্ভবত জানতে পারবেন। উত্তর কোরিয়ার শাসকের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক আছে। তিনি প্রেসিডেন্ট না হলে আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার যুদ্ধ অনিবার্য ছিল বলেও তিনি উল্লেখ করেন।
কিম জং উনকে নিয়ে সম্প্রতি নানা গুজব ছড়াচ্ছে। তবে চীনের সংবাদমাধ্যম দাবি করে, কিমের চিকিৎসা চলছে পিয়ংইয়ং থেকে দেড়শো কিলোমিটার দূরের একটি হাসপাতালে। ওই হাসপাতালে শুধু কিম জং উন ও তাঁর পরিবারেরই চিকিৎসা হয়। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, কিম জং উন বেঁচে আছেন এবং ভালো আছেন। তিনি আরো জানিয়েছেন, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের রিসোর্ট শহর ওনসানে গত ১৩ এপ্রিল থেকে রয়েছেন কিম। এমনকি উত্তর কোরিয়ায় কোনো রকম সন্দেহজনক গতিবিধিও তাদের নজরে ধরা পড়েনি।
দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে জানিয়েছে, কিম দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাঁর হৃদযন্ত্রে একটি অস্ত্রোপচার হয়েছিল।