২৮ এপ্রিল ২০২০, ০৯:৫৯

করোনা: তিন মাসের বেতন দান করেছেন আশরাফুল

  © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের কারণে এবার বিসিবি থেকে তিন মাসের অগ্রিম বেতন পেয়ে সেই বেতনের পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেছেন জানালেন আশরাফুল। তিন মাসের বেতনের ৮৫ হাজার টাকা অসহায় মানুষদের সাহায্যের জন্য দিয়েছেন। ২০১৩ থেকে আশরাফুল বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের কারণে নিষেধাজ্ঞা কাটানোর পর ২০১৮ সালে আবারও প্রথম শ্রেণির চুক্তিতে ঢোকেন ৩৫ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটসম্যান।

এ বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার গণমাধ্যমকে  তিনি বলেন, আমার কাছে মনে হয় সবারই এই কঠিন সময়ে এগিয়ে আসা উচিৎ। দেশের এমন মহামারি হয়েছে বলেই এমনটা করেছি। আমি বিসিবি থেকে আমার তিন মাসের বেতনের ৮৫ হাজার টাকা ইতোমধ্যেই দুস্থদের দান করে দিয়েছি। কারো মুখে যদি একটু হলেও হাসি ফোটে সেটা নিজের কাছেই ভালো লাগবে।

অবশ্য এখানেই শেষ নয়। জানা গেছে, এমন দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে নিজের স্মারক ব্যাট নিলামে তুলবেন তিনি।

সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়া ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন আশরাফুল। যার ভিত্তিমূল্য ১৫ লাখ টাকা নির্ধারণ করার ইচ্ছা রয়েছে তার। শুধু তাই নয়, ২০০৫ সালে কার্ডিফে যে ব্যাট দিয়ে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এনে দিয়েছিলেন, সেটাও নিলামে তুলবেন এই সাবেক টাইগার অধিনায়ক।