২৬ এপ্রিল ২০২০, ২১:৪১

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা না দেয়ার কারণেই করোনা

মাওলানা তারিক জামিল  © ফাইল ফটো

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা থেকে দূরে ঠেলে দিয়ে বিপথগামী করায় সৃষ্টিকর্তা করোনা গজব দিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক স্কলার ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় দাঈ মাওলানা তারিক জামিল। সম্প্রতি এক দোয়া অনুষ্ঠানে মাওলানা তারিক জামিলের এই মন্তব্যে করেছেন।

তিনি বলেছেন, নারীদের অসভ্যতা ও পোশাক-আশাকের অশ্লীলতার কারণে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলো যুবসমাজকে ধর্মীয় শিক্ষা থেকে দূরে ঠেলে দিয়ে বিপথগামী করায় সৃষ্টিকর্তা করোনা গজব দিয়েছে। এসময় তিনি লুত (আ.) এর সম্প্রদায়ের উপর গজবের বিষয়টি তুলে ধরেন।

এদিকে তার এমন বক্তব্য নিয়ে দেশটিতে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এতে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে পাকিস্তানি এই ইসলামি স্কলারকে নিয়ে। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই তার সমালোচনা করছেন। পরে যদিও এই ঘটনায় বিতর্ক সৃষ্টির পরই ক্ষমা চেয়েছেন মাওলানা তারিক জামিল। তিনি বলেছেন, ‘মুখ ফসকে তিনি এ কথা বলে ফেলেছেন।’

তবে এ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরীন মাজারিও। তিনি বলেছেন, ‘নারীদের স্বল্প পোশাক পরিধান ও স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যুবসবাজ বিপথগামী হওয়া করোনার জন্য মোটেও দায়ী না। মাওলানা তারিক জামিলের এ মন্তব্য অযোক্তিক এবং অগ্রহণযোগ্য।’

প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশটিতে ১২ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর এতে প্রাণহানি হয়েছে ২৬৯ জনের। সময়ের সাথে পাল্লা দিয়ে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। [সূত্র : জিও নিউজ পাকিস্তান]