করোনার প্রথম ভ্যাকসিন দেয়ার ভিডিও প্রকাশ অক্সফোর্ড ইউনিভার্সিটির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৪:২৪ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২০, ০৪:৩৭ PM
অনেক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। আজ শুক্রবার ভ্যাকসিনটির হিউম্যান ট্রায়াল হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধ করতে মাত্র চার মাসে তৈরি হওয়া চাডক্স১ এনকভ-১৯ ভ্যাকসিনের ট্রায়ালে প্রথমদিনে দুই বিজ্ঞানী অংশ নেন। এর ফল পাওয়া যাবে ছয় মাস পর।
প্রথম ভ্যাকসিন দেয়ার মুহুর্তের একটি ভিডিও প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। হিউম্যান ট্রায়াল শেষ হওয়ার পরই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে একজন নারীকে করোনার টিকা দিতে দেখা গেছে এক স্বাস্থ্যকর্মীকে। এছাড়া টিকার বিষয়ে বর্ণনাও দেয়া হয়েছে।
জানা গেছে, প্রাথমিকভাবে অন্তত ৮০০ জনকে করোনার ভ্যাকসিন দেয়া হবে। সে অনুযায়ী প্রথমদিন দেয়া হল দুজনকে। প্রথম ব্যক্তি হিসেবে অণুজীব বিজ্ঞানী এলিসা গ্রানাটো ও ক্যানসার গবেষক এডওয়ার্ড ও’নিল ভ্যাকসিন নেন। তারা বলেন, পৃথিবীকে করোনামুক্ত করতে এগিয়ে এসেছেন তারা।
এলিসা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি একজন বিজ্ঞানী। সেজন্য যেভাবে পারি সাহায্য করতে চেয়েছি।’ নিজের ৩২তম জন্মদিনে ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিয়ে এলিসা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এভাবে মানুষের জন্য নিজেকে এগিয়ে নিতে পারায় আমি দারুণ রোমাঞ্চিত।’
আর পুরুষদের ভেতর প্রথম ভ্যাকসিনে নেয়া ও’নিল বলেন, ‘আমার মনে হয়েছে রোগের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এটাই সঠিক পথ।’
চাডক্স১ এনকভ-১৯ তৈরি হয়েছে চাডক্স১ থেকে। এটি সাধারণ কোল্ড ভাইরাসের দুর্বলতম ভার্সন। ভাইরাসটি শিম্পাঞ্জির ইনফেকশনের কারণ। তা জেনেটিকালি পরিবর্তন করা হয়েছে যাতে মানবদেহে বেড়ে ওঠা অসম্ভব হয়।
গবেষকদের আশা, চাডক্স১ এনকভ-১৯ ব্যবহার করে ওই স্পাইক প্রোটিনের বিরুদ্ধে কাজে লাগানো যাবে। প্রথম দুজনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দিলে এবং ভালো কাজ করলে তা নির্বাচন করা হবে।
প্রথম দুজনকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তৃতীয়দিন আরও ছয়জনকে ভ্যাকসিন দেয়া হবে। এভাবে ক্রমেই বাড়বে। ভ্যাকসিন দেয়ার পর সবাইকে ই-ডায়েরি দেয়া হবে। পরবর্তী সাতদিনে কোনো সমস্যা হচ্ছে কি না, সেটি নোট করে রাখতে হবে। সব ডেটা বিশ্লেষণ করতে অন্তত ছয় মাস প্রয়োজন হবে।