২৩ এপ্রিল ২০২০, ১৭:১২

কাল লকডাউন প্রত্যাহার, স্বাস্থ্যকর্মীদের সম্মানে বিমান মহড়া

জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প  © সংগৃহীত

করোনাভাইরাসে আমেরিকার গুরুত্বপূর্ণ রাজ্য জর্জিয়ার ব্যবসা বাণিজ্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য গভর্নর ব্রায়ান ক্যাম্প। এদিকে করোনা সঙ্কটে সামনের সারির যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের প্রতি সম্মান জানিয়ে দেশটির আকাশে বিমান মহড়া অনুষ্ঠিত হবে। আসছে কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন বিমানবাহিনী চৌকস বোমারু বিমান মহড়া দেবে বলে জানিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দেয়া প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, অপারেশন আমেরিকা স্ট্রং নামে মার্কিন বিমান বাহিনীর এ আকাশ মহড়া দেশের মানুষকে উজ্জীবিত করবে। নিয়মিত যুদ্ধে সৈনিকরা যেমন করে সম্মুখ সারিতে যুদ্ধ করে শত্রুর মোকাবিলা করে, স্বাস্থ্যকর্মীরাও তেমনি যুদ্ধ করছেন এ মহামারি মোকাবিলায়। দেশের জনগণকে উজ্জীবিত করার জন্য আগামী ৪ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসেও মহড়া হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, জর্জিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত ৮১৮ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২১ হাজার জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

এদিকে এরই মধ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ রাজ্য জর্জিয়ার ব্যবসা বাণিজ্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য গভর্নর ব্রায়ান ক্যাম্প। আগামীকাল ২৪ এপ্রিল রাজ্য খুলে দেওয়া হবে এমন নির্দেশ দেওয়ার পর জনস্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন মেয়রেরা উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ এপ্রিল রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ফোন করে জর্জিয়ার গভর্নরের সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।

তবে গতকাল ২২ এপ্রিল প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন, জর্জিয়ার গভর্নরের সিদ্ধান্তের প্রতি তাঁর জোরালো দ্বিমত রয়েছে। এই দ্বিমতের কথা তিনি গভর্নরকে জানিয়েছেন। তিনি জর্জিয়ার লোকজনকে ভালোবাসেন। তারা মহান ও শক্তিশালী। তারপরও সেখানে নাজুক কিছু ঘটলে তিনি হস্তক্ষেপ করবেন।