জার্মানিতে করোনার টিকা দেওয়া হবে ২০০ জনের শরীরে
চীনের উহান থেকে থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বে বিপর্যয় সৃষ্টি করেছে। প্রতিদিন মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। এ অবস্থায় একটি সফল টিকা আবিষ্কারের জন্য সারা বিশ্বের বিজ্ঞানীরা মরিয়া হয়ে কাজ করছেন।
করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় জার্মানি এ মাসের শেষ নাগাদ মানবদেহে সম্ভাব্য টিকা দেওয়ার পরীক্ষা শুরু করবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জার্মান কোম্পানি বায়োএনটেক, যারা মার্কিন কোম্পানি ফাইজারের সাথে করোনাভাইরাসের টিকা উদ্ভাবন নিয়ে কাজ করছে, তারা বলছে, গবেষণায় দু‘শোর মতো স্বেচ্ছাসেবীকে এই টিকা দেওয়া হবে। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
মানবেদেহে এই পরীক্ষা চালানোর জন্য জার্মান কর্তৃপক্ষ তাদেরকে অনুমতিও দিয়েছে। জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্ফান বলেছেন, ‘জার্মানিতে এই টিকা তৈরির এতোটা অগ্রগতি একটি ভাল ইঙ্গিত। একই সাথে মনে রাখতে হবে যে এটা করতে কয়েক মাস লাগবে।’
‘এটা শরীরে দেওয়া হবে এমন একটি ইঞ্জেকশন। এ ধরণের টিকার জন্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে,’ বলেন তিনি।
ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও মানবদেহে এই টিকার উপর পরীক্ষা শুরু করবেন এ সপ্তাহে। যুক্তরাষ্ট্র ও চীনেও এধরনের পরীক্ষা শুরু হচ্ছে।
এদিকে জার্মানিতে ১৬টি রাজ্য মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করার এক পরিকল্পনার কথা ঘোষণা করেছে। দেশটি ইতোমধ্যে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছে।
বিভিন্ন রাজ্যে মাস্ক পরার এই আইনে অল্প কিছু পার্থক্য আছে। তবে সারাদেশের গণপরিবহনে চলাচলের সময় এই মাস্ক পরা বাধ্যতামূলক এবং প্রায় সব রাজ্যই বাজার করার সময় মাস্ক পরার নাগরিকদের আইন করতে যাচ্ছে।