২২ এপ্রিল ২০২০, ১৬:১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্তের শঙ্কা, করা হল পরীক্ষা

  © বিবিসি

অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এখন সবাই অপেক্ষায় করোনাভাইরাস পরীক্ষার ফলাফলের। তার সঙ্গে সাক্ষাৎ করা এক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর পরীক্ষার এ উদ্যোগ নেয়া হয়।

একটি দাতব্য সংস্থার প্রধানের সাথে ইমরান খান সাক্ষাৎ করেছিলেন। তিনিনি পরবর্তীতে কোভিড-১৯ পজিটিভ হন। গত সপ্তাহে ইমরান খানকে একটি চেক তুলে দেন সেই ব্যক্তি। এরপর ইমরান খান নিজেও নানা বৈঠকে অংশ নিয়েছেন মন্ত্রীসভার সাথে।

বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, এখন তিনি করোনাভাইরাসের টেস্ট করিয়েছেন এবং ফলাফলের অপেক্ষায় আছেন। পাকিস্তানে করোনার সংক্রমণ ইতোমধ্যে নয় হাজার ছাড়িয়েছে। ভাইরাসে মৃতের সংখ্যা ২০০।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড-১৯ সংক্রমণ হয়। এদিকে বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭৭২ জন।

এ পর্যন্ত দেশে মারা গেছেন মোট ১২০ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ১০ জন মারা গেছেন। ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তবে ৭৩ শতাংশ রোগী ঢাকা বিভাগের মধ্যে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় এক লাখ ৭৭ হাজার মানুষ মারা গেছেন