‘চিকিৎসার অভাবে লোকজনকে বাড়িতেই মৃত্যুবরণ করতে হবে’
চিকিৎসার অভাবে লোকজনকে বাড়িতেই মৃত্যুবরণ করতে হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউসের মেয়র আর্থার নেটো। মোনাউসে করোনা রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ার ঘটনায় এমন শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ব্রাজিলে করোনাভাইরানসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। দেশটির মেনাউস শহরে মৃতের হার সবচেয়ে বেশি। আর সেজন্য এমন শঙ্কা প্রকাশ করেছেন মেয়র।
মেয়র আর্থার নেটো জানিয়েছেন, ‘শহরে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে তাদের স্বাস্থ্য ব্যবস্থা লোকজনকে হয়তো আর সেবা দিয়ে যেতে পারবে না। হয়তো চিকিৎসার অভাবে লোকজনকে বাড়িতেই মৃত্যুবরণ করতে হতে পারে’।
মেয়র বলেন, ব্রাজিলে আমরাই হয়তো সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমরা এমন জটিল অবস্থায় জীবন-যাপন করছি তবুও ফেডারেল সরকারের কাছ থেকে আমরা কোনো সহায়তা পাচ্ছি না।
উল্লেখ্য, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৬১ জন। নতুন করে মারা গেছে ২০ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৪ হাজার ৩২৫ জন। অপরদিকে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।