‘যদি বেঁচে যাও...জেনো বিজ্ঞান লড়েছিল মন্দির-মসজিদ নয়’ আসলে কী?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৬:২৩ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২০, ০৭:০৫ PM
করোনাভাইরাসের কারণে টালমাটাল গোটা বিশ্ব, স্থবির হয়ে পড়েছে সবকিছু। চীনের উহান থেকে শুরুতে এ ভাইরাস ছড়ালেও পরে বাকি প্রায় সব দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় করোনার প্রতিষেধক তৈরিতে কাজ করে যাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এখনো সফল হতে পারেননি তারা।
এরমধ্যেই ‘যদি বেঁচে যাও এবারের মত, কেটে যায় মৃত্যুর ভয়; যেন বিজ্ঞান লড়েছিল একা, মন্দির মসজিদ নয়’ এ জাতীয় কিছু ছন্দ ও তা দিয়ে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এরপরই করোনা ঠেকাতে ধর্ম ও বিজ্ঞানের পক্ষে-বিপক্ষে তৈরি হয়েছে বিতর্কের ঝড়।
এ জাতীয় ছন্দ লেখা একটি ছবি শেয়ার করেছেন রাশেদুজ্জামান রাশেদ নামে একজন। আর এমন একটি কার্টুন শেয়ার করে বাপ্পী রায় নামে একজন লিখেছেন, ‘ যদি বেঁচে যাও এবারের মত, কেটে যায় মৃত্যুর ভয়। যেনো বিজ্ঞান লড়েছিলো একা অতীতের মতো, কোন মোল্লা-পুরোহিত নয়।বি:দ্র: এখানে পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে কিছু বলা হয়নি, পবিত্র ধর্মগ্রন্থ সবসময় পবিত্রই থাকে কিন্তু সেটাকে কিছু মানুষ নোংরা করে থাকে।’
তবে এর বিপক্ষে অনেকেই ফেসবুকে নিজেদের মত জানাচ্ছেন। মাকসুদুল হাসান রাহুল নামে একজন লিখেছেন, ‘নতুন এক ধর্ম আবিষ্কার হয়েছে, নাম ‘চুলকানী’...। মসজিদ-মন্দির কি বিজ্ঞান চর্চা নিষেধ করেছে? কেনো মসজিদ-মন্দির নিয়ে এদের এত চুলকানী? আপনি নাস্তিক হন, অসুবিধা নেই। ভিন্নমত থাকবেই। যুগে যুগেই ছিল। মানুষ হিসেবে নিজস্ব দর্শন, নিজস্ব বিশ্বাস বেছে নেয়ার অধিকার সবার আছে। কিন্তু নিজের বিশ্বাস, নিজস্ব মত প্রতিষ্ঠা করতে গিয়ে যদি অন্যের বিশ্বাসকে আক্রমণ করতে হয়, তবে অবশ্যই সেটা আইনত দন্ডনীয় অপরাধ।’
আরিফ আজাদ লিখেছেন, ‘এই লাইন চারটে ক’দিন ধরে এখানে-ওখানে, বিশেষ করে নাস্তিকদের গ্রুপগুলোতে ঘুরতে ফিরতে দেখছি। বৈশ্বিক এই দুর্যোগেও নিজেদের মার্কেটিং আর বিদ্বেষ ছড়ানোর কাজ থেকে বিরত থাকতে পারলো না বিজ্ঞান আর প্রগতির এসব ফেরিওয়ালারা (!)
তারা আমাকে-আপনাকে বুঝাতে চাচ্ছে যে, এবার যদি আমরা কোনোভাবে বেঁচে-বর্তে যেতে পারি, তাহলে আমাদের জেনে রাখা দরকার যে, মন্দির-মসজিদ কিংবা ধর্মীয় উপাসনালয়গুলো আমাদের বাঁচায়নি। আমাদের বাঁচিয়েছে বিজ্ঞান। মানে কি? মানে হলো, আমরা যে অদৃশ্য সত্ত্বার ইবাদাত করি, তার আদতে কোন ক্ষমতা নেই আমাদের বাঁচিয়ে নেওয়ার। বিজ্ঞানই এখানে, এই মুহূর্তে আমাদের রক্ষাকর্তা। এটাই হলো তাদের বক্তব্যের সারকথা।’
এছাড়া আরো অনেকে করোনা ইস্যুতে ধর্ম ও বিজ্ঞানের পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে নিজেদের মতামত জানাচ্ছেন। তবে অনেকে আবার এ ধরণের বিতর্ক বাদ দিয়ে করোনা থেকে সুরক্ষায় সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন।