১৫ এপ্রিল ২০২০, ২০:১১

ইসরায়েলে করোনাভাইরাসে ১২৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২ হাজার

  © টাইমস অফ ইসরায়েল

চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো ইসরায়েলেও ছড়িয়ে পড়েছে। সেখানে এ পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। আক্রান্ত হয়েছে অন্তত ১২ হাজার ২০০ জন। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন।

টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে আরও তিনজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এরমধ্যে বীরসেবার একটি আশ্রয়কেন্দ্রে ৮২ বছর বয়সী ১৪তম ব্যক্তিও রয়েছেন, সর্বশেষ যিনি সেখানে করোনায় মৃত্যুর শিকার হয়েছেন। তবে বাকি দুজনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার জানিয়েছে, এ পর্যন্ত ১২ হাজার ২০০ ইসরায়েলি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে বর্তমানে ১৭৬ জনের অবস্থা গুরুতর। ১৩২ জনকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে।

আরও ১৭৩ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। এছাড়া এ পর্যন্ত দুই হাজার ৩০৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে অন্তত এক লাখ ১৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।