যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ২৪০৭ জনের মৃত্যু
করোনাভাইরাসে সবচেয়ে ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড তৈরি। হয়েছে। একদিনে মারা গেছে ২ হাজার ৪০৭ জন। এর আগে একদিনে এত মানুষ মারা যায়নি।
এর আগে আমেরিকায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭৪। গত ১০ এপ্রিল একদিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। কিন্তু স্থানীয় সময় বুধবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মৃত্যুর রেকর্ড আগের সব রেকর্ডকে অতিক্রম করেছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৮ হাজার ৮২০ জন। তবে ১৩ হাজার ৪৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রাণঘাতী এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৬৯ জন। মারা গেছেন এক লাখ ২৭ হাজার ৪৯৩ জন।