যুক্তরাষ্ট্রে করোনায় ১২৭ বাংলাদেশির মৃত্যু

  © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রে আজও ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে ১২৭ জন বাংলাদেশির মৃত্যু হলো।

নতুন করে মারা যাওয়া ওই ওই ছয় বাংলাদেশি হলেন বেদান্ত অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের সভাপতি ঝন্টু সরকার, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেনের স্ত্রী পেয়ারা হোসেন বেবী, নরসিংদী জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার বড় বোন হাসনা বেগম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমিরুল ইসলাম বাবলুর বাবা শফিকুর রহমান এবং মানিক মিয়া ও মোহাম্মদ খোকন (৫৪)।

এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে আমেরিকায়। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছুঁই ছুঁই করছে। মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। মারা গেছে ২৩ হাজার ৭১১ জন।


সর্বশেষ সংবাদ