করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১০:৫৬ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২০, ১০:৫৬ AM
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সবোর্চ্চ সংখ্যার হিসেবে ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে।
যুক্তরাষ্ট্রে একদিনেই দুই হাজারেরও বেশি মানুষের প্রাণহানির রেকর্ড করার পরই এই নতুন এই খবরটি আসে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো শনিবার বলেছিলেন, রাজ্যের মৃত্যুর সংখ্যা স্থিতিশীল হয়ে আসবে বলে মনে হয়েছে।
দেশটিতে গত ২৪ ঘটনায় নতুন করে ৭৮৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক রাজ্যটি দেশটিতে প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, গোটা দেশে মোট পাঁচ লাখ ২০ হাজার আক্রান্তের মধ্যে এক লাখ ৮০ হাজারের বসবাস নিউইয়র্কে।
এদিকে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আজ রোববার ১০ হাজার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাপী লকডাউনের মধ্যে খ্রিস্টান সম্প্রদায় লোকেরা ইস্টার উদযাপন অব্যাহত রেখেছেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, নিউইয়র্ক সিটিতে করোনভাইরাসে মৃতের সংখ্যা গত মঙ্গলবারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১ হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যায়।