করোনায় আক্রান্তের ক্ষেত্রে সব দেশকে ছাড়িয়ে গেল নিউইয়র্ক

  © বিবিসি

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। সেখানে এখন পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী। এমনকি ইউরোপের সবচেয়ে বেশি আক্রান্ত ইতালি ও স্পেনকেও ছাড়িয়ে গেছে নিউইয়র্ক।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অথচ স্পেনে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৩ হাজার এবং ইতালিতে এক লাখ ৪৩ হাজার। খবর: বিবিসি।

নিউইয়র্কে এ পর্যন্ত মারা গেছেন প্রায় সাত হাজার মানুষ, যা স্পেন এবং ইতালিতে মৃত্যুর সংখ্যার চেয়ে কম হলেও চীনের আনুষ্ঠানিক মৃত্যুর সংখ্যার দ্বিগুণেরও বেশি। চীনে মোট মৃতের সংখ্যা প্রায় তিন হাজার ৩০০।

সারাবিশ্বে এ পর্যন্ত ১৬ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৯৫ হাজারের বেশি মানুষের। আর বাংলাদেশে মোট ৩৩০ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯৬ জনই ঢাকা শহরের।

আর ৫৯ জন নারায়নগঞ্জে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইইডিসিআর জানায়, আগের চব্বিশ ঘণ্টায় ১১২ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে একজনের।


সর্বশেষ সংবাদ