সংকটের দিনে মানবিক হোন, ফি বাড়াবেন না— বেসরকারি প্রতিষ্ঠানকে শিক্ষামন্ত্রী
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। সঙ্কট মোকাবেলায় দেশজুড়ে চলছে লকডাউন। এ সংকটের মধ্যেও বেশ কিছু কলকাতার বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির অভিযোগ উঠেছে। এই অভিযোগ পেয়েই সক্রিয় হয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফি বৃদ্ধি নিয়ে বেসরকারি স্কুলগুলিকে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী।
একটি ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা দফতরে ফি বৃদ্ধি নিয়ে অভিযোগ জমা পড়েছে। প্রত্যেকটি স্কুলকে পরিস্থিতি বিচার করে ফি বৃদ্ধি না করতে আবেদন করছি।’ একইসঙ্গে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যকে কোনও রকম সাহায্য করা হচ্ছে না বলেও অভিযোগ শিক্ষামন্ত্রীর।
বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে শিক্ষামন্ত্রীর আবেদন, সংকটজনক এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলা উচিত। সাম্প্রতিক পরিস্থিতিতে অনেকেই বর্তমান ফি দেওয়ার মতো অবস্থাতেও নেই। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত স্কুলগুলি।
এদিকে সাম্প্রতিক পরিস্থিতির দিকে তাকিয়ে ইতিমধ্যেই ফি কমানো নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একাধিক স্কুল। বেশ কয়েকটি নামী বেসরকারি স্কুল কর্তৃপক্ষ ৫০ শতাংশ ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এপ্রিল থেকে জুনের স্কুল ফি ৩০ জুনের মধ্যেও দিলেও কোনও জরিমানা হবে না বলে জানিয়েছে একাধিক স্কুল।
এই পরিস্থিতিতে অন্য কেয়কটি স্কুলের ফি বাড়ানোর বিষয়টি রীতিমতো বিতর্ক তৈরি করেছে। ইতিমধ্যেই ওই স্কুলগুলির অভিভাবকদের মধ্যে স্বভাবতই ব্যাপক ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।